Header Ads

Header ADS

Jio Giga Fiber Plans

জিও ফাইবার গোল্ড প্ল্যান
জিও ফাইবার গোল্ড প্ল্যান


ডায়মন্ডপ্ল্যানে মাসে ২,৪৯৯ টাকা খরচ হবে। ৫০০ এমবিপিএস স্পিডে মাসে ১২৫০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ২৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন ডায়মন্ড প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যান
জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যান
প্ল্যাটিনাম প্ল্যানে মাসে ৩,৯৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ২৫০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন প্ল্যাটিনাম প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
জিও ফাইবার টাইটেনিয়াম প্ল্যান
জিও ফাইবার টাইটেনিয়াম প্ল্যান

টাইটেনিয়াম প্ল্যানে মাসে ৮,৪৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ৫০০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন ডাটাইটেনিয়াম প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।

No comments

Powered by Blogger.