Header Ads

Header ADS

আরও গ্রাহক যোগ দিলেন Jio তে, বিপাকে Airtel ও Vodafone

এপ্রিল মাসে Jio নেটওয়ার্কে 80.82 লক্ষ নতুন গ্রাহক যোগ দিয়েছেন। সোমবার TRAI এর প্রকাশিত তথ্য থেকে এই খবর জানা গিয়েছে। এপ্রিল মাসের শেষে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 31.48 লক্ষ। Jio ছাড়া এপ্রিল মাসে শুধুমাত্র রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা  BSNL নতুন গ্রাহক পেয়েছে। এপ্রিল মাসে BSNL নেটওয়ার্কে যোগ দিয়েছেন 2.28 লক্ষ গ্রাহক।ভারতে মোট ওয়ারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে 0.04 শতাংশ। এপ্রিল মাসের শেষে ভারতে মোড GSM, CDMA আর LTE গ্রাহক সংখ্যা ছিল 116.23 লক্ষ।“শহর এলাকায় মোট গ্রাহক সংখ্যা 65.04 কোটি থেকে বেড়ে এপ্রিল মাসে হয়েছে 65.23 কোটি।  তবে গ্রামীণ এলাকায় গ্রাহক সংখ্যা 51.13 লক্ষ থেকে কমে হয়েছে 50.99 লক্ষ টাকা। শহর এলাকায় মোট ওয়্যারলেস সাবস্ক্রাইবার বেড়েছে 0.29 শতাংশ। অন্যদিকে গ্রামীন এলাকায় মোট ওয়্যারলেস সাবস্ক্রাইবার কমেছে 0.27 শতাংশ।” এক রিপোর্টে জানিয়েছে TRAI।অন্যদিকে 2019 সালের এপ্রিল মাসে আরও গ্রাহক হারিয়েছে অন্য দুই টেলিকম অপারেটন Airtel আর Vodafone Idea।এপ্রিল মাসে মোট 32.89 লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel। এপ্রিল মাসের শেষে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 32.19 কোটি। অন্যদিকে 15.82 লক্ষ গ্রাহক হারিয়ে এপ্রিল মাসের শেষে Vodafone Idea নেটওয়ার্কের মোট গ্রাহক সংখ্যা 39.32 লক্ষ টাকা।

No comments

Powered by Blogger.